বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলাশাখা কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২১-২০২৩ গত ২৮ ডিসেম্বর ২০২১ তারিখে নগরীর রীমা কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মৃণাল,সুধীর,প্রনব পরিষদ বিপুল ভোটে জয়লাভ করেন।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলাশাখা কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে নির্বাচিত সভাপতি মৃণাল কান্তি ধর ও সাধারণ সম্পাদক প্রণব সাহা।

নির্বচনে বিজয়ীদের মধ্যে সহ-সভাপতি, সুধীর রঞ্জন বণিক, সিদুল কান্তি ধর, দিলীপ কুমার ধর, হারাধন মহাজন, বিপ্লব বসাক, লিটন কান্তি ধর, যীশু বণিক, সহ-সম্পাদক কাজল বণিক, প্রদীপ গুহ, অমিত ধর, হিরন্ময় ধর, সুকুমার দে,মোঃ শাহজাহান সিদ্দিকী, খোকন ধর, হাজী মোহাম্মদ নুরুল হক, সুজিত কুমার ধর, কোষাধ্যক্ষ প্রতাপ ধর, কার্যকরী সদস্য মিনা নাথ ধর, গোপীনাথ ধর, রুবেল কান্তি ধর, তপন কান্তি ধর, স্বপন চৌধুরী, রণি বণিক, মিন্টু ধর, শম্ভু ধর, রাজীব ধর তমাল, বরুণ হাজারী, বিপ্লব কান্তি ধর, স্বপন কুমার ধর, নুরুল আবছার চৌধুরী, রপন কান্তি ধর, শান্তনু বণিক, দিলীপ কুমার বণিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।