অনলাইন ডেস্ক , জনতার চট্টগ্রাম

রাশিয়ায় যাত্রীবাহী বিমান নিখোঁজ মঙ্গলবার (৬জুলাই) রাশিয়ায় যাত্রীবাহী একটি বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে ২৮ জন যাত্রী ছিলেন।

এএন২৬ মডেলের বিমানটি রাশিয়ার পূর্বাঞ্চল পেত্রোপাবলোস্ক থেকে কামচাটকা পেনিসুলার দিকে যাচ্ছিলো। যাত্রাপথে বিমানের সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ট্রাফিক কন্ট্রোল বিভাগ জানিয়েছে, বিমানটির কিছু সময় পরেই ল্যান্ড করার কথা ছিল, তার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তবে এ ঘটনায় দু’রকমের কথা শোনা যাচ্ছে। এক পক্ষ বলছে, বিমানটি সম্ভবত সমুদ্রে নিমজ্জিত হয়েছে। অন্য পক্ষ বলছে, সেটি হয়ত পলানা শহরের কাছাকাছি কোন কয়লার খনিতে ভূপাতিত হয়েছে।

সরকারের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। দুটি হেলিকপ্টার বিমানটির চলাচলের পথ ধরে সম্ভাব্য জায়গায় তল্লাশি করছে।

বিমান দুর্ঘটনার জন্য বিশ্বে রাশিয়ার নাম তালিকার উপরের স্থানে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বিমানের ট্র্যাফিক নিরাপত্তার বিষয়টি উন্নত করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ বড় বিমান দুর্ঘটনাটি ঘটে ২০১২ সালের মে মাসে। সুখোই সুপারজেট নামের একটি বিমান মস্কো বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। সেই দূর্ঘটনায় ৪১ জন মারা যান।

সূত্র: আল জাজিরা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।