সামাজিক সংগঠন দস্তরখানা’র ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নগরীর বড়পুল থেকে শুরু করে এ কে খান পর্যন্ত বিভিন্ন পয়েন্টে প্রায় দুইশতাধিক ভাসমান পথচারী, পথশিশু ও রিক্সাচালকদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।


উল্লেখ্য যে ঘূর্নিঝড় সিত্রাংয়ের পর থেকে প্রায় প্রতি মাসে মানুষের মুখে একদিন একবেলা খাবার বিতরন কার্যক্রমে এ পর্যন্ত প্রায় ২৫০০ জন মানুষ সুবিধা পেয়েছেন।


সংগঠনের মুখপাত্র কাজী মাকছেদুল আরেফিন আসিফ বলেন, ” এই সংগঠনটি একান্তই মানবিক ও স্বেচ্চােসেবা মূলক একটি সংগঠন। এই সংগঠনের কর্মীরা নিজেদের সরাসরি অংশ গ্রহন ও গোপন দানের মাধ্যমে পরিচালিত। আমরা কারো কাছ থেকে কোন রকমের অনুদান গ্রহন কিংবা সংগ্রহ করি না। ইহা একান্ত স্বইচ্চায় সর্বোচ্চ মানবিকতায় পরিচালিত সংগঠন”।


এসময় আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক আবু নাছের জুয়েল, রায়হান খান, সজীব কান্তি দাশ, আব্দুলাহ আল ফয়সাল, মোঃ রাহাত, আউয়াল খান শাহীন, মোঃ সিয়াম সহ প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।