চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী নোমান আল মাহমুদের নৌকা প্রতীকের সমর্থনে বোয়ালখালী ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নের সনাতনী সমাজের পক্ষ থেকে গত রোববার (১৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর একটি অভিজাত হোটেলে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধরণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, ‘এই ধরনের আয়োজন সাধরণত প্রার্থীর পক্ষ থেকে করা হয়। কিন্তু আপনারা সপ্রণোদিত হয়ে এই আয়োজন করে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এটি একটি বিরল দৃষ্টান্ত। এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের ক্যাম্পিংয়ে বোয়ালখালী আসনের যে পরিমাণ সমর্থক দেখেছি, এতে মনে হচ্ছে অন্তত ৫৫ শতাংশ ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটারদের ভোট কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করতে হবে। এর জন্য ডোর-টু-ডোর ক্যাম্পিং করতে হবে।’

তিনি আরও বলেন, মুখে আমরা দলের জন্য যা প্রকাশ করি, তা মুখের কথায় সীমাবদ্ধ থেকে যায়। বাস্তবে তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। যার কারণে আমাদের কর্মকাণ্ডে একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি হচ্ছে। বিগত দিনের রাজনীতি থেকে শিক্ষা গ্রহণ করে সামনের নির্বাচনের জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগের ২৭ জন দলের পক্ষ থেকে মনোনয়ন চেয়েছেন বলে জানান আ জ ম নাছির। এর মধ্যে সব চেয়ে আর্থিকভাবে দুর্বল মানুষ নোমান আল মাহমুদ। তাকে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক ইতিহাসের ওপর নির্ভর করে মনোনয়ন দিয়েছেন।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মনোনীত চট্টগ্রাম-৮ আসনের সাংসদ প্রার্থী নোমান আল মাহমুদ বলেন, ‘মানুষের ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু আমাদের যেভাবে রাজনীতি শিখিয়েছেন সেভাবে তৃণমূল পর্যায়ে রাজনীতি করেছি। আমরা রাজনীতি করি আদর্শের জন্য ভোগের জন্য নয়। আমাকে মানুষ এত ভালবাসে তা নির্বাচনী ক্যাম্পিংয়ে ব্যাপক সাড়া পেয়ে দেখেছি।’

তিনি আরও বলেন, আপনাদের ভোটের মাধ্যমে চট্টগ্রাম-৮ আসনের মানুষে জন্য আমাদের যে অসাম্প্রদায়িক রাজনীতি, চিন্তা-চেতনা সেটাকে আরও বেগবান করবে। বঙ্গবন্ধুর শেখানো পন্থায় জনগণের জন্য কাজ করার চেষ্টা করবো।’

এদিকে অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রাম-৮ আসনের ব্যাপক উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্যরে পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী নোমান আল মাহমুদকে ভোট দিয়ে চট্টগ্রাম-৮ আসনের সর্বস্তরের জনগণের সেবা করার জন্য আহ্বান জানিয়েছেন পতেঙ্গা মহাবারুণী ও গঙ্গাস্নান ঘাটের প্রধান উপদেষ্টা -দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা।

৯ নম্বর আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল দে’র সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় দে, বোয়ালখালী উপজেলা যুবলীগের সংগঠক প্রণয় দাশগুপ্ত শিমুল, অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, অ্যাডভোকেট মধুসূদন দাস, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আরাফাত, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ সভাপতি পার্থ সারথি চৌধুরী, সহ সভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাসসহ ইউপির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।