বাংলাদেশ অটোরিক্সা শ্রমিকলীগ চট্টগ্রাম নগর কমিটির উদ্যোগে ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষে ১০ অক্টোবর বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অংশগ্রহন করেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা ৬ দফা দাবী বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। কার্যকরী সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব সফর আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অটোরিক্সা সি.এন.জি ও টেম্পু চালকদের ৬ দফা দাবী ন্যায্য ও যৌক্তিক। এই সেক্টরকে চাঁদাবাজ মুক্ত করতে প্রশাসনের নিকট দাবী জানান তিনি।

বাংলাদেশ অটোরিক্সা শ্রমিকলীগ চট্টগ্রাম নগর কমিটির সভাপতি ওসমান গণী বলেন, অতিদ্রুত ৬ দফা দাবী বাস্তবায়ন করতে হবে। পার্কিং স্পট নির্ধারণ ও মটর সাইকেলের যাত্রী পরিবহনের বিষয়ে মহামান্য হাইকোটের নিকট চালকদের দাবী গুলোর স্বপক্ষে যুক্তি তুলে ধরা হবে।

বাংলাদেশ অটোরিক্সা শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ইসমাইল সরকার বেলাল বলেন, আগামী ২৫ শে অক্টোবরের মধ্যে ৬ দফা দাবী বাস্তবায়ন করা না হলে, চাঁদাবাজরা চাঁদা তুলবে যেখানে, প্রতিরোধ করবো সেখানে এবং মটর সাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করলে ঐ মটর সাইকেল গুলোকে জব্দ করে ১ মাসের আটক আদেশ দিতে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি দাবি আদায় না হলে ঘেরাও কর্মসূচী পালন করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মোঃ আবুল হাশেম, মোঃ সবুজ, মোঃ আলী, মোঃ আলমগীর, মোঃ জাকির, শাহিন, ইউসুফ, বেলাল, জসিম, মন্নান, আবু, সোলেমান, রব মাঝিসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।