নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডের দলীয় কাউন্সিলর প্রার্থী জিয়াউল হক সুমন ১১ জানুয়ারি বিকাল ৪ টায় হযরত আলী শাহ (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন । বন্দরটিলা ও আলী শাহ এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় নৌকা ও লাটিম প্রতীকের পক্ষে গণসংযোগ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইপিজেড থানা আ.লীগের আহ্বায়ক হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক আবু তাহের, ভারপ্রাপ্ত সভাপতি সুলতান নাছির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি, হাজী মো. আসলাম, সেলিম আফজল, এটিএম শামসুল আলম, জাবের হোসেন, ইলিয়াছ, হারুন, আবদুর রউফ, আনোয়ার হোসেন, মাহাবুবুল হক হিরু, আক্কাস উদ্দিন, লোকমান মেম্বার, সালাউদ্দিন, সেলিম রেজা, জামাল উদ্দিন, সাদেক, কামাল, আনোয়ার হোসেন বেলাল, আজাদ হোসেন রাসেল, রাসেল মাহমুদ, মিজান, আশিষ, জসিম, ফরিদুল আলম, মামুনুজ্জামান, আনোয়ারুল করিম রুশদী, জাহিদ হোসেন, খোকন, জিয়া প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।