
নগরীর বন্দর থানাধীন ৩৭ নং মুনির নগর ওয়ার্ডে চট্টলবীর এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল ২৮ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে মুন্সীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচি আসন্ন চসিক নির্বাচনে ৩৭ নং মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাবরের সার্বিক সহযোগীতা ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচি সফল করতে ২৭ আগস্ট এলাকার বিভিন্ন স্থানে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে । ৩৭নং মুনির নগর ওয়ার্ডে বসবাসরত এলাকাবাসীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহনের আহ্বান জানান কাউন্সিলর প্রার্থী সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাবর।