নগরীর বন্দর থানাধীন ৩৭ নং ওয়ার্ডের ধোপার দীঘির পশ্চিম পাড় শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে ৩ নভেম্বর (বুধবার ) থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী গীতাপাঠ,ধর্ম সভা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্যামা পূজা।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি খোকন চন্দ্র দে’র সভাপত্বিতে ও মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিপন দাশের সঞ্চালনায় ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। ৩ নভেম্বর শ্যামা পূজার উদ্বোধন করবেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের ট্রাষ্টী উত্তর কুমার শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, এড নিতাই প্রসাদ ঘোষ,আশীষ কান্তি মহুরি।

এ সময় আরো উপস্থিত থাকবেন, কার্যকরী কমিটির সভাপতি সাজিব দাশ, সাঃ সম্পাদক চন্দন দাশ, পুজা আহ্বায়ক কমিটি সভাপতি বুলু দাশ, সাঃ সম্পাদক টিটু দাশ, পরিচালনা পর্ষদের সহ সাঃ সম্পাদক রাজিব দাশ, বিকাশ দাশ, লাভলু দাশ, কার্তিক দাশ,কাজল দাশ প্রকাশ বিশ্বাস, সাগর ধর,রূপন দাশ,টিপন দাশ, প্রান্তুদাশ, প্রদীপ বনিক, সীমান্ত দাশ, তুষার দাশ, উত্তম দাশ, শিপ্লব দাশ, সন্জয় দাশ,অন্তু দাশ, আকাশ দাশ, অনর্ব ধর, অপু দাশ, শ্রীমতি ববি অপর্না দাশ, জনি দে,সুমন আচায্য, জিসান,রাজিব পাল,স্বদেশ দাশ, বিজয় দাশ,শিমুল দাশ, বিক্রম দাশ, টিপু দাশ প্রমুখ।