সমাজে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকার্ন্ডের জন্য ইতোমধ্যে সকলের প্রসংশা কুড়িয়েছেন পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা। করোনাকালীন সময় ও তার আগেও শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে শিক্ষা সামগ্রী, বিতরণ,শীত বস্ত্র বিতরণ,বৃক্ষরোপন অভিযানসহ নানামূখী কর্মসূচির মধ্যদিয়ে তাদের মহৎ উদ্যোগগুলো বাস্তবায়ন করেছেন।
পতেঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি এডভোকেট মো. হুমায়ুন কবির জানান,আগামী ৩০শে মার্চ ২০২১ মঙ্গলবার রাত ৯ টায় পতেঙ্গা মানব কল্যাণ সংস্থা’র মাসিক বৈঠকের দিন ধার্য্য করা হয়েছে। মাসিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচীর বিষয়ে আলোচনা করা হবে। আসন্ন রমজানকে সামনে রেখে সমাজের দরিদ্র মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করা হবে।
পরিচালনা পরিষদের সকল সদস্য এবং সংগঠনের সকল সদস্যদের উক্ত আলোচনায় উপস্থিত থাকার আহ্বান জানান সংস্থার সভাপতি এডভোকেট মো. হুমায়ুন কবির।