চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুল এলাকা থেকে শনিবার (১ এপ্রিল) সকাল ৭টায় ২৯৪ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান,গতকাল শনিবার সকালে বড়পুল এলাকা থেকে মাদক বেচা-কেনার সময় ২৯৪ বোতল ফেন্সিডিল দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে দুইজন পালিয়ে গেছে। উদ্ধার মাদকের মূল্য ৩ লাখ টাকা।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মো. ইউসুফ মিয়ার ছেলে মো. রানা মিয়া (৩৩) ও মৃত রুবেল মো. অনিক হোসেন (১৬)।