নগরীর হালিশহর এলাকা থেকে ১১ হাজার ৫৭৮ কেজি মা ইলিশসহ একজনকে আটক করেছে র্যাব-৭। সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ ও মজুদকরণের অভিযোগে মো. সাইফুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত ইলিশের বর্তমান বাজার মূল্য প্রায় ৯২ লাখ টাকা। আটক সাইফুল উত্তর হালিশহর এলাকার মৃত মো. ইদ্রিসের ছেলে।
রবিবার (২৪ অক্টোবর) রাতে হালিশহর এলাকার ফুল চৌধুরী পাড়ার একটি বাসা থেকে এসব ইলিশ জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুল আবছার।
তিনি জানান, গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহনে নিষেধাজ্ঞা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরপর থেকে মা ইলিশ রক্ষায় র্যাব গোয়েন্দা নজরদারি চালায়। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর হালিশহর এলাকার ফুল চৌধুরী পাড়ার একটি বাসায় অভিযানে যায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেখানো একটি ভাড়া বাসা থেকে ১১ হাজার ৫৭৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে সাইফুল নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ইলিশ মাছ বিক্রি করে মুনাফা লাভের আশায় মা ইলিশ মাছ আহরণ করে মজুদ করার কথা স্বীকার করে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। আটক সাইফুলকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।