মঙ্গলবার (৬ জুলাই) নগরের চান্দগাঁও থানা মোড় থেকে শুরু করে এক কিলামিটার, রাহাত্তারপুল, কে.বি আমান আলী রােড, কালামিয়া বাজার, তুলাতলি, শাহ আমানত সেতু মােড়, মেরিনার্স রোড, ফিরিঙ্গী বাজার ও কােতায়ালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে
সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯ জনকে ১ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।
এতে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিষ্ট্রট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।
সরকার ঘোষিত সপ্তাহব্যাপী চলমান লকডাউনের ৬ষ্ঠ দিনেও নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে জরিমানা করা হয়। পাশাপাশি মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে চসিকের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা করে চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশ (সিএমপি)।