এম. এ. লতিফ এমপি’র উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নীচ তলায় চট্টগ্রাম-১১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে ০৩ নভেম্বর সকাল ১১.০০ টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি এম. এ. লতিফ এমপি বলেন-জেল হত্যা দেশের স্বাধীনতা বিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। স্বাধীনতা বিরোধীদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তাদের এই ষড়যন্ত্র রুখতে এম. এ. লতিফ এমপি নেতা কর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। স্বাধীনতা বিরোধীদের কোন ষড়যন্ত্র শেখ হাসিনার উন্নয়নের ধারাকে ব্যাহত করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন। সভায় এম. এ. লতিফ এমপি আরো বলেন-মানবতার মা শেখ হাসিনার সুনিপুণ দেশ পরিচালনায় বাংলাদেশ আজ পাকিস্তানসহ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। তিনি শেখ হাসিনার মানবিক দৃষ্টান্ত উত্থাপন করে বলেন-বিশ্বের কোন দেশ এক লক্ষ উদ্বাস্তুকে আশ্রয় না দিলেও শেখ হাসিনা ১২ লক্ষ রোহিঙ্গাকে এদেশে আশ্রয় দিয়েছেন।

ফকিরহাট শেখ আবদুল লতিফ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম দোয়া মাহফিলে জাতীয় চার নেতার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর শহীদ পরিবার এবং শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁদের পরিবারের সকল সদস্য এবং বর্তমান সরকারের সফলতা ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দেবাশীষ পাল দেবু’র সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড সাবেক কমিশনার মোঃ আসলাম, ৩০ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইবনে আহাম্মদ, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আব্দুল আজিজ মোল্লা, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ নেওয়াজ, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি মোঃ ফরিদ কন্ট্রাক্টর, চট্টগ্রাম বন্দর সিবিএ সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক। আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি আলহাজ্ব আলী বক্স, সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, দপ্তর সম্পাদক মোঃ ওয়ারিশ আলী খান, ৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সহ-সভাপতি মোঃ আলী, ২৮নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দিন হাসান, ৩৮নং ওয়ার্ড আওয়ামীলীগ’র প্রচার সম্পাদক মোঃ কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা সংগঠক এজাহার মিয়া, লবণ শ্রমিকলীগ’র সভাপতি আবদুল মতিন মাষ্টার, ৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামীলীগ সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, ৩৮ নং ওয়ার্ড ইউনিট আওয়ামীলীগ’র সভাপতি আব্দুল শুক্কুর, সাধারণ সম্পাদক ইকবাল আল নুরী, আওয়ামীলীগ নেতা নেছার মিয়া আজিজ, মোঃ জাহেদ আলী, মোঃ শাকির ও মোঃ সিরাজুল ইসলাম শাকিল, শ্রমিক নেতা কামাল উদ্দিন চৌধুরী, ২৯ নং ওয়ার্ড যুবলীগ সহ-সভাপতি রাশেদ জোবাইরী, সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান টিপু, যুবলীগ সদস্য মহিউদ্দিন দুলাল, ৪১ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু, যুবলীগ নেতা মোঃ ওয়াহিদ, ৪০ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, যুবলীগ নেতা নজরুল ইসলাম মিন্টু, ২৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা আনোয়ার আলী ও হারুনুর রশিদ, মহানগর যুবলীগ নেতা মোঃ আক্তার হোসেন, ডবলমুরিং থানা সাবেক ছাত্রলীগ’র সভাপতি মোস্তফা কামাল টিপু ও কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন শান্ত, সাবেক সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম রাসেল, সিটি কলেজের সাবেক এজিএস মোস্তাকিম আহমেদ গুড্ডু, মহানগর ছাত্রলীগ’র সহ-সভাপতি ইমতিয়াজ বাবলা, ব্যারিষ্টার কলেজ ছাত্র সংসদ ভিপি জাহিদ হোসেন খোকন, সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন বাবর, স্বাধীনতা নারী শক্তি’র পরিচালক অধ্যাপিকা বিবি মরিয়ম, যুবলীগ নেতা নুর উদ্দিন মারুফ, মোঃ শহিদ শেঠ, মোঃ জুয়েল ও মোঃ আকবরসহ প্রমূখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।