জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি নগরীর নিউ মনছুরাবাদ ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে অসহায়,হত দরিদ্র,ছিন্নমূল পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। ওয়াহিদ মুরাদ রাসেলের সভাপতিত্বে এবং নুরুল ইসলাম রিয়াদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।
এসময় উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা প্রপেসার নুর নবী পারভেজ,মোঃ ইসমাইল, রুজিনা আক্তার,মোঃ নুরুল ইসলাম রাসেল,মোঃ তারেক হোসাইন,আবদুর রহিম,মোঃ জাবেদ, মোঃ রাকিবুল আলম, মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ।
কম্বল বিতরণ কালে দেবাশীষ পাল দেবু বলেন, আজকের দিনটি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিন। বঙ্গবন্ধু যে অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে সব ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই স্বপ্ন পূরণে কাজ করে যেতে হবে।