ঈদ পর্যন্ত ব্যবসা পরিচালনার করার সময় পেল ঐতিহ্যবাহী স্টিল মিল কাঁচাবাজার সমিতি। আজ সোমবার সকালে বাজার পরিদর্শনে গিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বারেক কোম্পানি গণমাধ্যমকর্মীদের জানান, বেপজা কর্তৃপক্ষের উদ্যোগে আধুনিক বহুতল ভবন নির্মাণের জন্য স্টিলমিল কাঁচাবাজার উচ্ছেদের কথা থাকলেও বাজার কমিটির আবেদনের প্রেক্ষিতে বেপজার জিএম মেজর (অব.) রেজাউল রহমান বিশ্বাস ও ওয়ার্ড কাউন্সিলরের হস্তক্ষেপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাদের দুই মাস সময় দেওয়া হয়েছে। যাতে তারা বাজার থেকে বাকী টাকা ও লেনদেন পরিশোধের সুযোগ পায়।

এছাড়া করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাজার পরিচালনা করার জন্য কাউন্সিলর বারেক সবার প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ীমী লীগের সাবেক সভাপতি হাজী শাহাদাত হাসান, যুবলীগ নেতা ওয়াহিদ হাসান, আ.লীগ নেতা নজরুল ইসলাম মিন্টু, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন, মো. বেলাল, মো. ফাহাদ, নুরুল আফসার, জয়নাল আবেদীন। আরো উপস্থিত ছিলেন বাজার কমিটির সাইফুদ্দিন, মাবুদ, জসিম, মো. আলী, মহিবুল্লাহ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।