রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় মিনি বাসের ধাক্কায় শামস তাহিয়াত মৌনতা নামে’র ১৬ বছর বয়সী বাংলাদেশ মেলিটারী অ্যাকাডেমি (বিএমএ) স্কুলের ১০ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া জানান, গাড়িতে উঠার সময় পেছন দিক থেকে একটি মিনি বাস এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই শিক্ষার্থী। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও ঘাতক বাসটির চালককে আটক করা হয়েছে।