
বর্তমানে প্লাস্টিক দূষণ বিশ্বে ভয়াবহ আকার ধারণ করেছে। মানবজাতি, উদ্ভিদকূল, জলজ প্রাণী ও দ্বীপ অঞ্চলের প্রাণীরা প্লাস্টিক বর্জ্যের অপব্যবহারের ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে চলছে৷ খাল, বিল, নদী, এমনকি সাগরের দূষণের অন্যতম কারণ পলিথিন ও প্লাস্টিক। প্রতিনিয়ত অতিরিক্ত প্লাস্টিক পদার্থের অপব্যবহার প্লাস্টিক দূষণের মাত্রাকে বাড়িয়ে দিচ্ছে৷ পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আর্থ ডে নেটওয়ার্ক এক প্রতিবেদনে বলেছে, বিশ্বে প্লাস্টিক দূষণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১০ নম্বরে। প্লাস্টিকদূষণের ফলে প্রতি বছর ১০ লাখ সামুদ্রিক পাখি এবং ১ লাখ সামুদ্রিক প্রাণী মৃত্যুবরণ করে।
জনসচেতনতা সৃষ্টি, প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ রক্ষার্থে বইবন্ধু আয়োজন করছে “Seed for plastic” নামে মাসব্যাপী কার্যক্রমের। অভিনব এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। উক্ত কার্যক্রমে সবাই বীজ দিয়ে বিভিন্ন ফল, ফুল, শাক ও ঔষধি গাছের বীজ সংগ্রহ করতে পারবে। ১৬ ডিসেম্বর বন্দরনগরী চট্টগ্রামের জামালখানে উক্ত কার্যক্রম উদ্বোধন করেন ১৯ নং জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বইবন্ধু চট্টগ্রাম টিম ম্যানেজমেন্ট জানায়, সীড ফর প্লাস্টিক কার্যক্রম ১৫ জানুয়ারি ২২ পর্যন্ত জামালখানে চলমান থাকবে।
প্রতিদিন দুপুর ১২:০০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।