সিলেটের বন্যা দুর্গত সাড়ে তিনশ পরিবারের মাঝে চট্টগ্রাম থেকে সামাজিক সংগঠন ইয়াং বয়েজের পক্ষ থেকে গত ১ জুলাই ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য আবু নাছের জুয়েলের উদ্যোগে ও নেতৃত্বে কেম্পইন থেকে প্রাপ্ত প্রায় লক্ষাধিক টাকায় সাড়ে তিনশ পরিবারকে ত্রান সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। সিলেটের মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়নের মুর্তি, মালাকান্দি,সমসপুর,মিরার গাঁও গ্রামে দুইদিন ব্যাপী এই ত্রান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেলওয়ে শ্রমিক লীগ জেটি শাখার যুগ্ন সাধারন সম্পাদক কামাল উদ্দীন স্বপন, যুবনেতা মোঃ সোহেল, ওমর ফারুক মুন্না, জটিল মজুমদার, মোঃ নয়ন, হারুন রশিদ হিরু,ছাত্রনেতা মোঃ রাহাত, আউয়াল খান শাহীন।
স্থানীয়দের মধ্যে সার্বিক সহযোগিতা করেন এডভোকেট মুনতাজিত সিদরাত নাফি, এডভোকেট আব্দুস সামাদ, শ্রমিক নেতা মেহেদি হাসান কামরান,যুবনেতা মিহির ছাত্রনেতা মাহবুব,সায়েম, পাবেল।
ত্রান সামগ্রী বিতরণকালে আবু নাছের জুয়েল বলেন,বন্যা দূর্গত এলাকার ভয়াবহ পরিস্থিতি নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা সবার প্রতি অনুরোধ করবে যার যতুটুকু সম্ভব তাই দিয়ে মানুষের পাশে দাঁড়ান।