চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর নামে কুরুচিপূর্ণ কটুক্তি ও বিভ্রান্তি মুলক মন্তব্যের প্রতিবাদে সচেতন ছাত্র ও যুবসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল ২২ সেম্পেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর কদমতলীর মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুভপুর বাসষ্ঠাডের সম্মুখে রাহাত সেন্টার চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু।

এসময় আরো উপস্থিত ছিলেন ,যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,সফিউর রহমান টিপু,সাজ্জাদ হোসেন চৌধুরী পাভেল,নূর নবী পারভেজ,রঞ্জিতকুমারশীল,রায়হান নেওয়াজ সজিব,মারুফ আহমেদ ছিদ্দীক,জাহিদ হোসেন খোকন,মোঃ ইসমাইল,ফরহাদ আব্দুলাহ,সাজ্জাদ আলী জুয়েল,ইকবাল হোসেন রাজু,সরোয়ার হোসেন,মারুফুল ইসলাম মারুফ,মো সাজিবুল ইসলাম সজিব,রমজান আলী,আবুনাছেরজুয়েল,কোরবান আলী, তারিকুল ইসলাম টারজান, জিৎকর বাবু, তানভীর বিন হাসান,মোস্তফা মামুন ভূঁইয়া,মোঃ রোকন উদ্দিন, জাহিদুল আলম আলো, মাকসুদুর রহমান মোঃ মাসুম, হৃদয় কুমার দাশ,মোঃ ইমন, রাশেদুল ইসলাম ইমু,মোঃ সাইফুল, জুয়েল আকবর, সৈয়দ সুলতান আবিদ হাসান, ইফতেখার ইফতি,নুরুল ইসলাম রিয়াদ,হারুন রশীদ সামিউল,সৌরেন বড়ুয়া রিও,সজীব কান্তি দাশ,সাইফুল ইসলাম তুহিন,
মোঃ জিম,আব্দুল হামিদ,মেহেদী হাসান শুভ, ফাহিম ,শরীফ ,রায়হান, সামিন,রাজা শাহ্ ফয়সাল পিয়াল, নাঈম, ফাহিম, ইসমাঈল,তারেক,ফয়েজ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।