সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাৎসব উপলক্ষে মহা অষ্টমীতে বন্দর পতেঙ্গা ইপিজেড এলাকার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন সাবেক ছাত্রলীগ নেতা,
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ কমিটির সদস্য ও শিকড় ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে
চট্টগ্রাম ১১ আসনে মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সওগাতুল আনোয়ার খান।
পুজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে অস্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষ জীবন দিয়ে এদেশ স্বাধীন করেছে। এদেশে প্রতিটি ধর্মের মানুষ সমান অধিকার।আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দিয়ে সকল ধর্মের মানুষের সমঅধিকার সম্প্রীতি বজায় রাখা সহ উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন মহানগর পুজা কমিটির নেতা দীপিকা সংঘের সাধারণ সম্পাদক উত্তম শীল, ৩৯ নং ওয়ার্ড় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ আজাদ হোসেন রাসেল,৩৭ নং ওয়ার্ড় আওয়ামী লীগের সদস্য মোঃ ইদ্রিস মেম্বার,পতেঙ্গা ব্যাবসায়ী সংগঠনের নেতা শিকড় ফাউন্ডেশনের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ বেলাল, সহ দপ্তর সম্পাদক রাসেল মাহমুদ, ইপিজেড থানা ছাত্রলীগ নেতা ইফতেখার হোসেন জিসান।