নগরের কোতোয়ালী এলাকা থেকে রাজধানী পল্লবীর সাহিনুদ্দীন হত্যাকান্ডের নৃশংস ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকান্ড বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রতি অপপ্রচারের অভিযোগে রিমন শীল নামে এক জনকে আটক করেছে র্যাব-৭।

শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার সময় তাকে আটক করা হয়। আটক রিমন শীল কর্ণফুলী থানার শাহী মিরপুর ফকিনিরহাট এলাকার বিজয় শীলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো.নূরুল আবছার বলেন, রাজধানী পল্লবীর সাহিনুদ্দীনকে গত ১৬ মে নৃশংসভাবে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডের ভিডিও নোয়াখালীর যতন সাহা হত্যাকান্ডের ভিডিও বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করে অপপ্রচারের প্রচেষ্টা চালাচ্ছে অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৭ গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে। একপর্যায়ে তাকে কোতোয়ালী মোড় এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানোর কথা শিকার করেন। এছাড়া সে সর্বপ্রথম ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।