চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সাথে গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬ টায় এম এ আজিজ স্টেডিয়ামে সৌজন্য সাক্ষাৎ করেন পতেঙ্গা ইজিবাইক মালিক ও চালক সমবায় সমিতি লিমিটেড’র নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ৪১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও সি-বীচ দোকান মালিক সমিতির সভাপতি ওয়াহিদুল আলম মাষ্টার, ৪১ নং ওয়ার্ড যুবলীগ লীগের সভাপতি মাইনুল ইসলাম।
পতেঙ্গা ইজিবাইক মালিক ও চালক সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি মো.আবু তাহের, সহ-সভাপতি ,মো.আলী হোসেন,মো.জীবন, সাধারণ সম্পাদক মো. ইমাম শরীফ (খলিল ),যুগ্ন সাধারণ সম্পাদক মো.রিপন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো.কামাল, অর্থ সম্পাদক মো.মাসুদ, প্রচার সম্পাদক মো.দেলোয়ার হোসেন প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে পতেঙ্গা ইজিবাইক মালিক ও চালক সমবায় সমিতির নেতৃবৃন্দরা সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনকে জানান, নানা জটিলতা ও বিভিন্ন সমস্যায় জর্জরিত ইজিবাইক মালিক ও চালকদের পরিবার। প্রশাসনিক জটিলতার ইজিবাইক বন্ধ থাকার কারণে কয়েক হাজার পরিবারকে মানবেতর দিন কাটাতে হচ্ছে।
ইজিবাইক চলাচলের জন্য গত মাসের ১৯ অক্টোবর সিএমপি পুলিশ কমিশনারকে লিখিত ও বর্তমান মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে মৌখিক ভাবে জানানো হলেও এখনো ঘুরছে না ইজিবাইকের চাকা ফলে ঋণের বোঝা মাথায় নিয়ে বেকার দিন কাটাচ্ছে ইজিবাইক চালকেরা।সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বিষয়টি ভেবে দেখবেন বলে জানান।