চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২০ জুলাই) সকাল সোয়া আটটায় সাবেক কাষ্টমস্ কর্মকতা মিনহাজ উদ্দিন মিনার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুম মিনহাজ উদ্দিন মিনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও চট্টলবীর এ.বি.এম মহিউদ্দীন চৌধুরীর ভগিনা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ সমবায় সম্পাদক, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর ভগ্নিপতি।

আজ মঙ্গলবার দুপুর দেড়টায় মেয়রগলি শেখ ফরিদ (রাঃ) চশমা হিল জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে পটিয়া সুচক্রদন্ডী আবদুল করিম সাহিত্য বিশারদ বাড়িতে আসরের নামাজের পর মরহুমের জানাজা শেষে পারিবারিক করস্থানে দাফন করা হবে।

এদিকে মরহুম মিনহাজ উদ্দিন মিনারের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।