
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৭ নং ওয়ার্ডের ধোপাপাড়া এলাকার সার্বজনীন রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে সাতকানিয়ায় মন্দির অবমাননা কারীদের বিচারের দাবীতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচি সোমবার (৩ আগস্ট) বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।
বন্দর থানা সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি বিপন দাশের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সাধারন সম্পাদক অপু দাশ, অর্নব ধর , মানস, রাজীব, সৈকত, বন্দর ধোপা পাড়া কালী মন্দির কমিটির সদস্য পান্থ, সীমান্ত, তুষার, সৌরভ, টিপু পিপলু লিটনসহ এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করে চট্টগ্রাম মহানগর বন্দর থানা সনাতন বিদ্যার্থী সংসদ সহযোগী সংগঠন চট্টগ্রাম বন্দর এলাকার আদী মন্দির শ্রী শ্রী সার্বজনীন রক্ষা কালী মন্দির,ফেন্ডস সাকের্ল,একতা সংঘ ।
মানববন্ধনে বিপন দাশ বলেন, গত ১ আগষ্ট চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলাস্থ দক্ষিণ ধর্মপুর মা মগদেশ্বরী মন্দিরে রাতের অন্ধকারে কে বা কারা কোরবানীর গরুর হাড় ফেলে মন্দিরের পবিত্রতা নষ্ট করে। মন্দির অবমাননাকারী জড়িতদের বিচারের দাবীতে সাতকানিয়ায় প্রতিবাদ সভা, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ। তারই অংশ হিসাবে আমাদের এ মানববন্ধন কর্মসূচি।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ন সাধারণ সম্পাদক সুমন কান্তি দে জনতার চট্টগ্রামকে জানান,এটা খুবই দু:খজনক ঘটনা। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমি মনে করি এটা হিন্দু ধর্মীয় অনুভুতির উপর আঘাত করা হয়েছে । দোষীদের বিচারের দাবিতে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।