জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল ১০ অক্টোবর সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের শহীদ তবারক চত্বর থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড়, নতুন ষ্টেশন আমতলা, কোতোয়ালি মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ক্যাম্পাসে এসে সমাবেশে মিলিত হয়।কলেজ ছাত্রলীগ (দিবার) সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ছাত্র সংসদ (দিবার) জি এস মারুফ আহমেদ, বৈকালিক শাখার জি এস জাহিদুল হক চৌধুরী মার্শাল,বৈকালিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রাশেদ চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন শাহাদাত হোসেন রানা,হাসান মনি,আমিনুল ইসলাম,মিজানুর রহমান,সাজিবুল ইসলাম সজিব,মোঃ আরমান,জাবেদ খাঁন জুয়েল,আল আমিন, সরোয়ার হোসেন, হোসনে মুরাদ মাহিন,মাকসুদুর রহমান, শাহরিয়ার রুবেল,হৃদয় কুমার দাশ,আসিফ হোসেন মিলাদ, আব্দুল্লাহ্ আল মামুন,নুর শরীফ রকি,নাজমুল হক নোমান,শামীম উদ্দিন,রিয়াদ মাহমুদ,জুয়েল আকবর,সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান,মাঈনুদ্দিন হাসান, ইফতেখার ইফতি,হারুনুর রশিদ, সামিউল,অর্ণব গুপ্ত,অনুরাগ অপু,কফিল উদ্দিন,ওমর শরীফ, রুবি আক্তার,মোঃ ইমন,নাজিম উদ্দিন,পলাশ চক্রবর্তী,বায়েজিদ বোস্তামী,ঈসরাফিল,টিপু দে, তাপস দে,সাফিনুর ইসলাম,মোঃ রাসেল,মোঃ এহেসান,ফাহিমহামিদ,আহাদ সিদ্দিক,রোহিত সিং প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা ও সবার জন্যে শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের সঠিক পথে এগিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।