শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শোককে শক্তিতে রুপান্তর করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুণ। সব ভেদাভেদ ভুলে গিয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে আগ্রাবাদে জাতীয় শ্রমিক লীগ ডাবলমুরিং থানা কতৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, শ্রমজীবী মানুষকে উসকানি নিয়ে একটি পক্ষ ফায়দা লুটাতে চায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। শ্রম আইন করে দিয়েছেন। শ্রমজীবী মানুষদের সালাম জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষরা সুশৃঙ্খল জীবনযাবন করছেন। কোন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড ও অপরাধের সাথে তারা যুক্ত নন। এ ছাড়াও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখছেন এই খেটে খাওয়া মানুষ গুলো। যড়যন্ত্রকারীরা ১৫ আগস্ট সৃষ্টি করেছিল উল্লেখ করে তিনি বলেন, সব যড়যন্ত্র প্রতিহত করে শ্রমজীবী মানুষ গুলো শপথ নিতে হবে। আগামীতেও প্রধানমন্ত্রীকে আবার ক্ষমতায় আনতে হবে।

জাতীয় শ্রমিক লীগ ডবলমুরিং থানা সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন বাচ্ছু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি বখতেয়ার উদ্দিন খান।

বিশেষ অতিথি মহানগরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকতার উদ্দিন আহমদ, বাংলাদেশ ডাগ বিভাগ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এশাদুল রহমান চৌধুরী, মো. মোস্তফা কামাল টিপু, হাজি আবদুল মামুন জামশেদ, জাহাঙ্গীর আলম, মো. সেলিম প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।