নগরীর বন্দর পূর্ব কলোনিতে ‘আমরা রাসেল’ বন্দর থানার উদ্যোগে শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, যারা শেখ রাসেলের হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা দিয়েছে, আইন করে এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না বলে অধ্যাদেশ জারি করেছেন, তাদের হাতে দেশ নিরাপদ নয়। তাদের হাত কাঁপেনি শিশু রাসেলের বুকে গুলি চালাতে। তাই যেকোন মূল্যে শিশুদের জন্য নিরাপদ বাসযোগ্য দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ১৮ অক্টোবর রবিবার সকালে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, বন্দর সিবিএর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, আশিষ কান্তি মুহরী, রমা রানী রায়, ফরহাদ আবদুল্লাহ, ইমান রনি, মো. সোহেল রানা, মো. শহীদ, মো. সালাউদ্দিন, সজিবুল ইসলাম সজিব, আবু নাছের জুয়েল, মো. হানিফ, মো.আরমান, মির্জা স্বপন,মো.মাসুম, ইমন ,জনি, কৌশিক রায়,প্রিতম, জয়, সৌরভ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ পাল দেবু বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি, মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেই দিন ঘাতকদের এই নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকরা নির্মমভাবে শেখ রাসেলকেও হত্যা করেছিল। আলোচনা সভা শেষে কেক কাটা এবং শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।