জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকাল ৩টায় হালিশহর বড়পুল এলাকার যুব উন্নয়ন অফিস প্রাঙ্গণে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

এবছর শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ১ লাখ ফলদ, বনজ, ও ওষুধি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নেয়। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন চট্টগ্রাম ও চট্টগ্রাম যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে যুব উন্নয়ন অফিস প্রাঙ্গনে ফলের গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সালেহ আহমেদ চৌধুরী। জানাগেছে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ উদ্ভোধন অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরসমূহ সম্পৃক্ত থেকে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।