চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১ জুন) সকালে ৩৪টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজ সকালে দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার এয়ারলাইন্সের এক যাত্রীর শরীরে কালো স্কচ টেপে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। ওই যাত্রীকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টমসের প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।