জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ২য় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর পক্ষ থেকে ২৮ এপ্রিল সকাল ১১টায় নগরীর ৯ নম্বর ওয়ার্ড বিশ্ব কলোনীস্থ জি ব্লকবায়তুল ফালাহ আদর্শ মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে চাল আলু, ডাল,পেয়াঁজ,সয়াবিন তেলসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মাদ্রাসা সুপারডেন্ট হাফেজ মাওলানা মোহাম্মদ রুমানের দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু, ইমতিয়াজ আহমেদ বাবলা, এমরান হোসাইন, যুবায়ের হোসেন অভি, সাজিবুল ইসলাম সজীব, মাকসুদুর রহমান,হোসেন আহমেদ কিরন, নুরুল আজিম বাবুল, মোস্তাফা মামুন ভুঁইয়া, এম এইচ রকি, তানবীর,আজাদ, বাবুল, জিয়া,শামীম হোসেন, আশরাফ, রিপন বিশ্বাস, রাশেদুল আলম,রুবেল দাশ,জুয়েল, রাইসুল ইসলাম আসিফ, হাসান মুরাদ রিমন, সজীব কান্তি দাশ, নুরুল কবির রাকিব, শাহনেওয়াজ শাকিল, হৃদয় কুমার দাস, সাইফুল ইসলাম তুহিন, নোমান, শিহাব, বক্কর, হৃদয় সোহান,রায়হান, মেহেদী হাসান, শাহাদাত প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে দেবাশীষ পাল দেবু বলেন, শেখ জামাল শুধু সেনাবাহিনীর একজন মেধাবী ও চৌকস কর্মকর্তা ছিলেন না, একজন প্রকৃত দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাও ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি অনন্য অবদান রেখেছিলেন। সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে রয়েছে তার অনবদ্য ভূমিকা। প্রকৃতপক্ষে, বঙ্গবন্ধুর পরিবারের প্রতিটি সদস্যই দেশের ক্রীড়াঙ্গনে একেকটি আলোকবর্তিকা।
স্বাধীনতার পর দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শহীদ শেখ জামালের অবদানও সূর্যের আলোর মতোই দীপ্যমান। আমাদের তরুণ প্রজন্মকে তার কর্মময় জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে হবে।