“ক্ষুদ্র প্রচেষ্টাই অবহেলিত শিশুদের মাঝে নিয়ে আসতে পারে অনাবিল আনন্দ” এই সত্যকে সামনে রেখে “স্নেহ ২০২২” শিরোনামে রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্ট কর্তৃক মানবিক পাঠশালায় দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোটারেক্ট ক্লাব অব চিটাগাং ইস্টের সভাপতি মোঃশাকিলুর রহমানের সভাপতিত্বে এবং ট্রেজারার সাদাফুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন আইপিপি রিয়াদ হাসান, জয়েন্ট সেক্রেটারি ফারসাদ সাওম ও মানবিক পাঠশালার শিক্ষিকা তাসলিমা আক্তার মুক্তা।
সভায় বক্তাগণ অসহায় শিশুদের শিক্ষার গুরুত্ব ও সমাজের বিত্তবানদের দুঃস্থ শিশুদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন রোটারেক্টর তানভীর নিহাল,হালিমা,নিশাত ও প্রমুখ।