নগরীর কোতোয়ালী থানাধীন রিয়াজউদ্দিন বাজার এলাকায় মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টুপির গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাহার লেইনের ছয়তলা ভবনের ৩য় তলায় এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।অগ্নিঝুঁকির তালিকায় থাকা ওই এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে যায়।
আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার কফিল উদ্দিন জানান, চট্টগ্রামে ৪১টি ঝুঁকিপূর্ণ মার্কেটের তালিকায় রিয়াজউদ্দিন বাজারও রয়েছে। তবে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নন্দনকানন ফায়ার স্টেশনের কর্মকর্তা আব্দুর রহমান বলেন, আব্দুর রহিম নামে একজন মালিকের ওই টুপির গুদামে আগুন লেগে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।