রাউজানের পশ্চিম গুজরা পারিয়াল পাড়ায় ক্ষেত্রপাল পূজা শুরু বৃহস্পতিবার রাউজানের পশ্চিম গুজরা পারিয়াল পাড়ায় প্রতিবছরের ন্যায় এবারও সর্বজনীন ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ক্ষেত্রপাল বিগ্রহ পূজা উপলক্ষে দু’দিনের বিভিন্ন ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-১৩ এপ্রিল (বৃহস্পতিবার) বিকাল ৩টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধন, বিকাল ৪টায় গীতাপাঠ ও প্রতিযোগিতা, বিকাল ৫টায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি, রাত ৯টায় ক্ষেত্রপাল বিগ্রহ উত্তোলন ও শুভ মাঙ্গলিক অনুষ্ঠান, রাত সাড়ে ৯টায় কার্যকরী পরিষদের সভা ও রাত ১০ টায় মহাপ্রসাদ বিতরণ।
পরদিন ১৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৬টায় চণ্ডীপাঠ, সকাল ৭টায় পূজা গ্রহণ, বেলা ১২টায় ক্ষেত্রপাল বিগ্রহের পূজা আরম্ভ, দুপুর ১টায় ভোগ ও মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২টায় বলিদান ও ৩টায় পূজা বিতরণ ও নিলাম অনুষ্ঠান।
আয়োজিত সকল অনুষ্ঠানে ভক্তদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক অসীম পারিয়াল।
জেসি