২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু নেতৃত্বে বনার্ঢ্য শোভাযাত্রা নগরীর বিশ্বরোডের মোড় থেকে শুরু হয়ে শহীদ বেদীতে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো.ইকবাল,রিফাত, ফরহাদ আবদুল্লাহ, সালাউদ্দিন, মাহাবুর রহমান শিপন, সোহেল রানা,ইমতিয়াজ আহমেদ বাবলা, মাকসুদুর রহমান জিকু,মিজান, মামুনুল করিম, আলাউদ্দীন, এরশাদ, জহির, হানিফ, শহীদ, রমজান আলী, সাজিবুল ইসলাম সজীব, আবু নাসের জুয়েল, মাহামুদুর রহমান বাপ্পি, আনিসুর রহমান শরীফ, জুয়েল, সোহেল, হৃদয় কুমার দাশ,জালাল উদ্দিন, কৌশিক রায়,ইসমাইল হোসেন শামীম প্রমুখ।

শোভাযাত্রায় শেষে পথ সভায় দেবাশীষ পাল দেবু বলেন, আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্জন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম ‘বাংলাদেশ’ রাষ্ট্র প্রতিষ্ঠা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস, স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার ইতিহাস ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ মা-বোনের ত্যাগ-তিতিক্ষা এবং কোটি বাঙালির আত্মনিবেদন ও সংগ্রামের গৌরবগাঁথা গণবীরত্বের ইতিহাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।