বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে নগরীর প্রেসক্লাব বঙ্গবন্ধু হল এক আলোচনা সভা, কেক কাটা, গরীব অসহায়দের মাঝে ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

যুবলীগ নেতা মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা প্রফেসর পারভেজ এর সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনের পরিণত হয়েছে।

আরও বক্তব্য রাখেন বন্দর সিবিএ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, ওয়াহিদ মুরাদ রাসেল, আনিসুর রহমান লিটু, মোহাম্মদ নূর, মোহাম্মদ মহিউদ্দিন, মারুফ আহমেদ সিদ্দিকী, লোকমান হোসেন, নুরুল ইসলাম রাসেল, মাহমুদ ইমতিআজ বাবলা, রাইহান নেওয়াজ সজিব, মো: ইকবাল হোসেন, এম রাশেদ চৌধুরী জাহিদ হোসেন খোকন, সালাউদ্দিন বাবর, হাবিব মিয়া, সাজ্জাদ জুয়েল, ফরহাদ আবদুল্লা, কাজি আরিফ, মো: কায়সার, মো: নুর, শোয়েব, স্বপন, বিকাশ, তন্ময়, শুভ, মামুন, সাগর, নুর এলাহি সানি, আবু নাছের জুয়েল, ইলিয়াছ সিকদার, ইব্রাহিম খলিল সাদ্দাম প্রমুখ।