মুজিব বর্ষ উপলক্ষ্যে চলমান বৃক্ষ রোপন অভিযানে অংশ হিসাবে ২৯ জুলাই সকাল ১১ টায় বায়েজিদ এলাকায় বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটি ও পতেঙ্গা ফ্রেন্ডস সার্কেলসহ বিভিন্ন সংগঠনকে প্রায় ৪০০ চারা গাছ দিল মোবাশ্বিরা ফাউন্ডেশন। সমাজ সেবক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল-মামুন চৌধুরীর সার্বিক সহযোগীতা ও পৃষ্ঠপোষকতায় চারা গাছ গুলো গ্রহন করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাবেক বন্দর কর্মকর্তা মো.মিনহাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ ও সাংবাদিক এস কে সাগর। আরও উপস্থিত ছিলেন,যুবলীগ কর্মী মিঠু, বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন ও পতেঙ্গা মুসলিমাবাদ ফ্রেন্ডস সার্কেল সংগঠনের নেতৃবৃন্দ।চারা গাছ হস্তান্তরকালে মোবাশ্বিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, আগামী প্রজন্মকে সবুজের সমারোহ উপহার দিতে আমরা দুই হাজার চারা বিতরণ করেছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জাতের আম, কাঁঠাল, পেয়ারা, নিম, অর্জুন, আমড়া ও আমলকি গাছের চারা বিতরণ করা হয়েছে যা চলমান থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।