নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে এবং আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক
আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে মুজিব শতবার্ষিকী উপলক্ষে সারাদেশে যুবলীগের বছর ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী পালনের ধারাবাহিক অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণের সংকটকালীন মুহুর্তেও একের পর এক স্কুল-কলেজের খেলার মাঠ,বাড়ীর আঙ্গিনায়,মসজিদ,মন্দির ও রাস্তার পাশে প্রায় ১০ হাজার নানান জাতের চারা গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি পালন করে গেছেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

জানাযায় করোনাকালীন সময়ে চট্টগ্রামে ৬৫ হাজার মানুষের ঘরে চিকিৎসা-খাদ্য সহায়তার নিঃস্বার্থবান ‘অদম্য’ যোদ্ধা দেবাশীষ পাল দেবু। ২০২০ সালে একদিকে মুজিব জন্ম শতবার্ষিকী,অন্যদিকে করোনা সংক্রমণের মাঝেও পালন করে গেছেন বৃক্ষ রোপন কর্মসূচি। সবুজ অরণ্য গড়ে তুলতে স্কুল -কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের হাতে তুলে দিয়েছেন বনজ,ফলজ ও ঔষধি চারাগাছ।
দেবাশীষ পাল দেবু তার ব্যক্তিগত উদ্যোগে গত বছর ২০২০ সালের ২২ জুন থেকে বৃক্ষরোপণ অভিযান শুরু করেন। প্রথমে ২৬ নং ওয়ার্ড বেড়ি বাঁধ এলাকায় ২০০০ টি ফলজ, ঔষধি, বনজ গাছ রোপন এরপর ১২ জুলাই ২৭ নং ওয়ার্ড এলাকায় ২০০০ টি গাছ,২১ জুলাই ৩০ নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি এলাকায় ২০০০ টি গাছ ,২৯ জুলাই ৩৭ নং ওয়ার্ড মুন্সীপাড়া এলাকায় ২০০০ টি গাছ, ২৬ আগষ্ট উত্তর হালিশহর ২৬নং ওয়ার্ডে ২০০০ টি ফলজ, ঔষধি, বনজ চারা গাছ রোপন করে বৃক্ষরোপণ অভিযানের কর্মসূচি পালন করেন তিনি।

বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালনের বিষয়ে দেবাশীষ পাল দেবু বলেন,ভবিষ্যত প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী উপহার দিতে,পরিবেশের ভারসাম্য রক্ষায়,বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে বাঁচতে বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। নগরায়ন ও শহরায়নের ক্রমবর্ধমান চাহিদার ফলে কারণে -অকারণে প্রতিনিয়ত বৃক্ষ নিধন হচ্ছে। এতে পরিবেশ হচ্ছে বিপন্ন। বিলুপ্ত হচ্ছে জীবজন্তু ও বন্যপ্রাণী। আগামীতে মানুষ পতিত হবে বহুল বিপর্যয়ে। কিন্তু মানবজীবনে বৃক্ষ হচ্ছে মানুষের সবচেয়ে ভালোবন্ধু। আমাদের নতুন প্রজন্ম বেড়ে ওঠুক সবুজের সমারোহের মাঝে তাই বৃক্ষ রোপনের গুরুত্ব অপরিসীম।