মিরসরাই উপজেলার ৭ কাটাছরা ইউনিয়নের তেতৈয়া এলাকায় সিদ্দিকুর রহমান মাস্টার বাড়িতে রোববার ২ আগস্ট দুপুর সাড়ে ১২টায় পুকুরের ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছে। নিহতরা হলো তাসফিয়া তাবাচ্ছুম (৬) ও তাসফীন আক্তার মারিয়া (৬)। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো বোন। তারা ওই বাড়ির শাজাহাজান খানসাব ও মোশারফ হোসেন সুমন হোরামিয়ার কন্যা।
এলাকাসী জানান, দুপরে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই বোন। । অনেকক্ষন পর পুকুরে তাদের লাশ ভাসতে দেখা যায়।
এ বিষয়ে ৭ নং কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,খুবই মর্মান্তিক ঘটনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।