আসন্ন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নির্বাচন উপলক্ষে ডা. আঞ্জুমান আরা- ডা. আরিফুল আমীন পরিষদের সাথে ব্যাংকার্স ক্লাবের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সভাপতি প্রার্থী ডা.আনজুমান আরা ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী ডা. আরিফুল আমিন, ডা. মাহফুজুর রহমান, ছৈয়দ ছগির আহমেদ, এয়াছিন চৌধুরী,মোঃ রাশেদুল আমিন,নাজমুল হক ডিউক,গোলাম বাকি মাসুদ।
ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোঃ রোসাংগির, জনতা ব্যাংকের, জিএম কামরুল আহসান, ডিজিএম ফারুক আহমেদ, ব্র্যাক ব্যাংকের জোনাল হেড কায়েস চৌধুরী, এসআইবিএলের এসভিপি তৌফিকুল ইসলাম বাবু, শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসভিপি এটিএম কমরুদ্দিন চৌধুরী তাহের, ঢাকা ব্যাংকের ভিপি রফিকুল ইসলাম, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার নাসরিন নাহার, সাউথ বাংলা ব্যাংকের ম্যানেজার একরাম পাশা, এমটিবির এসএভিপি মাইফুল আক্তার, ডাচ বাংলা ব্যাংকের ওয়াহিদ সাদেক প্রমুখ।
বক্তারা ব্যাংকার্স ক্লাবের যুগ্ম সম্পাদক রাশেদুল আমিনের মতো একজন দক্ষ সংগঠককে এই পরিষদে মনোনয়ন দেয়ায় ধন্যবাদ জানান এবং ব্যাংকারসহ মা ও শিশু হাসপাতালের সকল সদস্যকে ডা. আঞ্জুমান আরা ইসলাম- ডা. আরিফুল আমিন পরিষদ কে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান।