রাজনৈতিক,সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন কাজী আরিফ।
করোনা কালীন সময়ে আগ্রাবাদ ২৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মানব সেবার বিরল দৃষ্টান্ত স্থাপন করেন প্রচার বিমুখ এই মানুষটি।
তার মানবিক কর্মকাণ্ডের মধ্যে করোনা কালীন সময়ে বিনামূল্যে মাস্ক বিতরণ, অক্সিজেন সেবা প্রদান, ফ্রি সবজি বাজার পাশাপাশি বৃক্ষ রোপণ কর্মসূচি, শিক্ষা সামগ্রী বিতরণ, পরিস্কার পরিছন্ন কর্মসূচি, ক্রিড়া সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ ছিলো সমান তালে।
শুধু তাই নয় চট্টগ্রামে আহলে সুন্নী আল জামাতের জশনে জুলুশে বিনা মূল্যে সরবত বিতরণ করেন সাবেক এই ছাত্রনেতা। দক্ষ এই যুব সংগঠক সাবেক মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন।
বর্তমানে তিনি সি ডি এ ৫ নাম্বার রোড এলাকায় উম্মুল ক্বোরা ওয়েহেদিয়া মাকহূদিয়া তাহ্ফিজুল কুরআন একাডেমীর পরিচালক। পাশাপাশি সামাজিক সংগঠন মানবতার যুব সংঘের উপদেষ্টা।
আগামীতেও কাজী আরিফ এলাকার উন্নয়নে-সমাজের পরিবর্তনে সামাজিক এবং মানবিক কর্মকাণ্ড চালিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।