পতেঙ্গায় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র ২ বছরের মধ্যে ও করোনাকালীন সময়ে পতেঙ্গা এলাকায় একের পর এক প্রায় ৬০ টির বেশি মানবিক কার্যক্রমের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে সংগঠনটি। এলাকাবাসীর বিশ্বাস, আস্থা, সুনাম আর ভালোবাসায় অর্জন হচ্ছে সংগঠনটির পরম সম্পদ।
মানুষ মানুষের জন্য এই স্লোগানকে হৃদয়ে লালন ও ধারন করে ২০২০ সালে যাত্রা শুরু করে পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের। করোনাকালীন সময়ে কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে শুকনো খাবার বিতরণের কর্মসূচি পালনের মধ্য দিয়ে ব্যাপক আলােচনায় আসেন পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির মূল্য লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে দেশ ও জাতির উন্নয়নসহ সমাজের পরিবর্তনে কাজ করে যাওয়া। পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকার ৬০ টি কর্মসূচি পালন করেছে ।
আগামী ১২ নভেম্বর ২০২১ পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পতেঙ্গা এলাকায় বসবাসরত একজন গৃহহীন মহিলাকে প্রায় ৩ লক্ষ টাকা খরচ করে গৃহনির্মাণ কর্মসূচি গ্রহন করেছে। পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৬০ টির বেশি মানবিক কার্যক্রমের মধ্যে রয়েছে, দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ, হত দরিদ্রদের গরু কোরবানি করে মাংস বিতরণ, বৃক্ষরোপন অভিযান কর্মসূচি, বিবাহে অনুদান, স্কুল-কলেজ,মসজিদ,মাদ্রাসায় সুরক্ষা সামগ্রী সাবান ও স্যাভলন বিতরণ, অসুস্থ রোগীদের আর্থিক সহযোগীতা, নির্মাণাধীন মসজিদে সিমেন্ট বিতরণ, অক্সিজেন সার্পোট সেন্টারের মাধ্যমে শ্বাসকষ্ট রোগীদের সিলিন্ডার সহায়তা, জরুরি প্রয়োজনে রক্ত দান, শিক্ষা সামগ্রী বিতরণ,শীত বস্ত্র বিতরণ, বিণামূল্যে সবজি বিতরণ,নানা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে সাহায্যের হাত বাড়ানোর পাশাপাশি সমাজে পিছিয়ে থাকা অবহেলিত শিশুদের মেধা বিকাশে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ পরিকল্পনা রযেছে সংগঠনটির। শিক্ষিত-অশিক্ষিত বেকারদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের গড়তে এবং যুবক-যুবতীদের নানা অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে পতেঙ্গা আলোড়ন স্বেচ্ছাসেবী সংগঠনের নানামুখী উদ্যোগের মধ্যে রয়েছে বই পড়ার অভ্যাস বাড়ানো, খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতির চর্চা অব্যাহত রাখবে বলে জানাযায়।
পতেঙ্গা আলােড়ন স্বেচ্ছাসেবী সংগঠনে কার্যকরী পরিষদে রয়েছেন উপদেষ্টা মাে. সেকান্দর আজম,মােঃ নুরুল আকতার, মাে. ইকরাম,মাে. মােজাহেরুল আলম, মাে. ইউছুপ,মাে. মােশাররফ উদ্দিন খালেদ, মাে. জাহাঙ্গীর,মাে. রেজাউল করিম, মাে. ইকতিয়ার, ডাঃ মাে. জসিম উদ্দীন, মাে. ইকবাল হােসেন, ডাঃ মাে. ফোরকান, মাে. হারুনুর রশীদ,মো.সাইফুদ্দিন খালেদ, মাে. ইলিয়াছ,মো. মাে. ইসমাইল। সংগঠনের সভাপতি মাে. জাসেদ হােসেন,সিনিয়র সহ-সভাপতি মাে. জাহেদুল আলম,সহ-সভাপতি কায়সার হামিদ রকি,মাে. বেলাল হােসেন,মাে. আলাউদ্দিন, মাে. দিদারুল আলম সাধারণ সম্পাদক,মাে. রনি,মাে. ইব্রাহিম সহ সাধারণ সম্পাদক,মাে. বাবলু অফিস বিষয়ক সম্পাদক,মাে.গােলাম সরওয়ার পারভেজ অর্থ সম্পাদক, মাে. ইস্কান্দার সহ অর্থ সম্পাদক,মাে. মহিন সাংগঠনিক সম্পাদক,মাে. রেজাউল করিম সমাজ কল্যান সম্পাদক,মাে. সরওয়ার আলম রাহাত তথ্য প্রযুক্তি বিষয়ক,মাে. রবিউল হােসেন সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক, মাে. মনছুর যােগাযােগ ও যুব বিষয়ক সম্পাদক,মাে. ইশতিয়াক আলমবিকি ক্রীড়া ও সাংস্কৃতিকসম্পাদক, মাে. টিপু শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, মাে. জাহেদূর রহমান ত্রান বিষয়ক সম্পাদক,মাে.মঞ্জুর আলম,মাে.বাবলু,মাে.রবিন নির্বাহী সদস্য।