জাতীয় দূর্যোগ করোনা কালীন সময়ে একজন মানবিক প্রনব সাহা লকডাউনের শুরু থেকে পতেঙ্গা জেলে পাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ,ফুটপাতে অসহায় পথ শিশু ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। রাস্তায় ক্ষুধার্ত পশুদের খাদ্যের ব্যাবস্থা করা ছাড়াও অতীতে তিনি বিভিন্ন সময়ে শীত বস্ত্র বিতরণ,শিক্ষা সামগ্রী বিতরণ,বৃক্ষ রোপন অভিযান,বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ নানা মানবিক কর্মকার্ন্ডের জন্য মানুষের আস্থা ও ভালবাসা অর্জন করার পাশাপাশি সকলের প্রিয় মুখ মানবতার সেবক হিসাবে পরিচিত। তিনি জানান,দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমি আমার অবস্থান থেকে সাধ্যমত মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি । যত দিন বেঁচে থাকবো মানবতার কল্যাণে কাজ করে যাব।

প্রাণঘাতি করোনা ভাইরাসের শুরুতেই কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের জীবন জীবিকার কথা ভেবে করোনা সংক্রমণ এড়াতে প্রায় শতাধিক ভাড়াটিয়াদের বাড়িভাড়া মওকুফ করেন প্রনব সাহা।

করোনা কালে সর্বপ্রথম তিনি সরকারের কাছে বাংলাদেশ জুয়েলারি সমিতির চট্টগ্রাম শাখার প্রায় ৫৫০০ স্বর্ণের দোকান মালিক ও প্রায় ১৪ হাজার স্বর্ণশিল্পী ও কর্মচারীদের আর্থিক প্রণোদনা ও রেশম কার্ডের দাবি জানান।

সমাজ সেবক প্রনব সাহা বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি, চট্টগ্রাম শাখা মেট্রোপলিটন শপ্ অনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি, চিটাগাং চেম্বার অব কমার্সের অজীবন সদস্য, মা ও শিশু হাসপাতালের আজীন সদস্য এবং পতেঙ্গা থানা সার্ক মানবাধিকার ও আইন সহায়তা কেন্দ্রের সভাপতি। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে দেশের ও সমাজের উন্নয়নে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।