ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট সংলগ্ন মমতা ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতকে আনোয়ারা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৯ আগস্ট) রাত তিনটার দিকে অভিযান চালিয়ে আনোয়ারা পূর্ব বারোখাইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীরা হলেন- নবজাতক চুরি করা মহিলা শিমু দাশ, তার স্বামী রিপন মল্লিক, মমতা ক্লিনিকের পোগ্রাম অফিসার মোরশেদুল আলম, অফিস সহকারী মো. কাশেম ও নাইট গার্ড মো. সেলিম।

এরআগে, রোববার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মমতা ক্লিনিক থেকে নার্স সেজে টিকা দেয়ার কথা বলে একদিনের শিশিটিকে চুরি করে নিয়ে যায় এক নারী।

পরে ক্লিনিকের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে উদ্ধার অভিযান শুরু করে ইপিজেড থানা পুলিশ। সোমবার (২৯ আগস্ট) রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত শিমু দাশ ও তার স্বামী রিপন মল্লিককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সহযোগি হিসেবে মমতা ক্লিনিকের তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, মমতা ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় জড়িত ৫ জনকে গেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।