জাতীয় পার্টির মহাসচিব, ডাকসুর সাবেক জিএস, বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন দাতা সদস্য, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু ০২ অক্টোবর সকালে ঢাকাস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না…….রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তাঁর মৃত্যুতে এম. এ. লতিফ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি বলেন-মরহুম তাঁর বর্ণাঢ্য কর্মময় ও রাজনৈতিক জীবনে যে অসামান্য অবদান রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। প্রখ্যাত রাজনীতিবিদ হিসেব দেশে উন্নয়নমূলক কর্মকান্ডে বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় যে অবদান রেখে গেছেন তা সকল রাজনীতিবিদদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ সত্যিকারের একজন জনগণের সেবকে হারিয়েছে তা অপূরনীয়।
এম. এ. লতিফ এম.পি. শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন। তার মৃত্যুতে তাঁর নির্বাচনী এলাকা, পরিবার ও দেশে যে শোক এবং শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে দেশবাসী ও পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন সেজন্য পরম করুণাময় আল্লাহতালার রহমত কামনা করেন।