মহান বিজয় দিবস ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে নগরীর আগ্রাবাদের দাইয়াপাড়ায় দেড় শতাধীক অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চট্টগ্রাম মহানগর যুবলীগের দেবাশীষ পাল দেবুর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়।
ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাজ্জাদ আলী জুয়েলের সঞ্চালনায় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ জসিম।
এ সময় বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোজাম্মেল হক,মারুফ আহমেদ ছিদ্দিকী,মোঃ ইমতিয়াজ বাবলা,মোঃ ইসমাঈল,মোঃ সাজিবুল ইসলাম সজিব,হারুনুর রশিদ আরমান,ফরহাদ আহমেদ সিফাত,আব্দুল্লাহ আল মামুন,সালাউদ্দিন কায়েস,মোঃ তানজিম উদ্দিন,মোঃ মাঈনুদ্দিন রাজু,মোঃ হেদায়েতুল ইসলাম ইভু, মোঃ সাজ্জাদ হোসেন বাবু, মোঃঅভি, ওয়াহিদিল আলম,মোঃ সাইফুল প্রমুখ।
শীত বস্ত্র বিতরণকালে দেবাশীষ পাল দেবু বলেন, দেশের ইতিহাস বিকৃতির জনক হচ্ছে বিএনপি। তারাই ইতিহাসের খলনায়ক জিয়াউর রহমানকে বারবার ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের রণধ্বনি জয় বাংলা ম্লোগানকে বিএনপি নিষিদ্ধ করে দেয়, বন্ধ করে দেয় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার। গণমাধ্যম থেকে পাঠ্যপুস্তক পর্যন্ত সব জায়গা থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার অপপ্রয়াস চালানো হয়। তার পদাঙ্ক অনুসরণ করে জিয়ার পর খালেদা জিয়াও যুদ্ধাপরাধীদের এমপি-মন্ত্রী করেছেন।