ভবিষ্যৎ বাংলাদেশে প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হবে এমন প্রত্যাশা ব্যক্ত করে , মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে লালিত নতুন প্রজন্ম এই যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত রাখবে। ধাপে ধাপে প্রতিটি যুদ্ধাপরাধীর বিচার হবে।এই শ্লোগান বুকে ধারণ করে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু উদ্যোগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিজয় মিছিল ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং দুঃস্থ ও গরীব মানুষের শীত বস্ত্র ও রান্না করা খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নায়েবুল ইসলাম ফটিক,এফ এ চৌধুরী বাদল,আক্তাজ্জামান ময়না,মোঃ মিন্টু,ইমতিয়াজ বাবলা,মোঃ ইসমাইল,মোঃ শহীদ,মোঃ হানিফ,পারভীন সুলতানা, ফরহাদ আব্দুল্লাহ,রেজাউল করিম মামুন,মোঃ সোহেল রানা,মোঃ সালাউদ্দীন,কাজী মোঃ আরিফ মনিরুল হক, শাহজান বাপ্পী,জহির রায়হান,অর্জুন দাশ,সাজিবুল ইসলাম সজিব,আবু নাছের জুয়েল,মাহামুদুর রহমান বাপ্পী,সরোয়ার হোসেন,মোঃ টিপু,রমজান আলী,হানিফ, মাসুম,এমরান হোসেন, নজরুল,দেওয়ান নাজনীন,শিল্পী দত্ত,রকি দাশ, কিরণ, মমিন, রোকন উদ্দীন,শোয়াইব,মোঃ সোহেল,মাসুম,দিদার, আকবর,হৃদয় দাশ, জালাল উদ্দীন,জনি, কৌশিক রায়,ফাহিম,রেহমান রাব্বী, জয় দাশ, রিফাত, বায়েজিদ,প্রান্ত,শাবু, মোঃইসমাইল, হোসেনহুরন মোঃজসিম,মোঃজুয়েল,মোঃসোবাহান,রিপন নিপু চন্দ্র দাশ, খোকন চন্দ্র দাশ, মোঃস্বপন, মোঃহানিফ মোঃমাসুম, মোঃরোকন, মোঃফিরোজ মোঃসুমন প্রমুখ।