
স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বি.এন.পি জামায়েত’র ইন্ধনে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলাম, বামপন্থীসহ বিভিন্ন উগ্রবাদী ও মৌলবাদী সংগঠন দ্বারা সংগঠিত ন্যাক্কারজনক হামলা ভাঙ্গচুর ও অরাজকতার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।
সারাদেশে হাসপাতাল, রেল স্টেশন, ভূমি অফিস, থানার কম্পাউন্ড, সরকারী অফিস সহ বিভিন্ন স্থানে স্বাধীনতা বিরোধী শক্তির সন্ত্রাসী হামলা,
ভাঙ্গচুর, অগ্নিসংযোগ, সাধারণ মানুষের জানমালের ক্ষতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা সহ সকল সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সাধারণ জনগণের একযোগ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা। এছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী চলে এই বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।