বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটিরনবনির্বাচিত সভাপতি নুরুল আবছার তৌহিদকে চট্টগ্রামস্থ আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম বিভাগীয় যুব কমিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বিভাগীয় যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী সঞ্চালনায় নব-নির্বাচিত সভাপতি ও সংবর্ধিত অতিথি নুরুল আবছার তৌহিদ বলেন, বাংলাদেশ লেবার ফেডারেশন বিএলএফকে আরও শক্তিশালী করতে হলে সাধারণ শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন সকলের ঐক্যমতের ভিত্তিতে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করে সংগঠনকে শক্তিশালী করার জন্য সকল নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও শ্রম আদালতের সদস্য আবু আহমেদ মিঞা বলেন, আমরা শোষণমুক্ত বৈষম্যহীন জাতি প্রতিষ্ঠার অঙ্গীকার করে মুক্তিযুদ্ধ করলেও স্বাধীনতার পর থেকে দেশ যে ধারায় চলতে শুরু করে, তাতে এই অঙ্গীকার অর্থহীন হয়ে পড়ে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নতুন নতুন ট্রেড ইউনিয়ন’র প্রয়োজন।সংগঠন ছাড়া ব্যক্তি শক্তিশালী হতে পারে না, সংগঠনের নীতি-আদর্শের পাশাপাশি থাকতে হবে ঐক্যবদ্ধ।


এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএলএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আফছার ভূইয়া, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক হাজী আবুফয়েজ, বিপ্লবী গার্মেন্টস্ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম জেলার সভাপতি জিয়াউল হক সুমন, বিএলএফ চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক মো. আলমগীর হোসেন, চট্টগ্রাম জেলা যুব কমিটির সভাপতি মোঃ মাসুম বিল্লাহ,চট্টগ্রাম বিভাগীয় যুব কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুসসোবহান সুমন, সাধারণ সম্পাদক মোঃ হানিফ, চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কাজল ইসলাম, হালিশহর স্ট্যান্ড’র সভাপতি মোঃ আলী, পাহাড়তলী থানা বিএলএফ’র যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ।

এতে আরো উপস্থিত ছিলেন, যুবনেতা সাজ্জাদ হোসেন টিপু, মোহাম্মদ ফিরোজ, মোঃইসমাইল হোসেন, এনামুল হক, কাজী জাহাঙ্গীর, ওসমান গনি, জয়নাল আবেদীন, জিয়াউর রহমান রানা, মাসুদ উদ্দিন, সোহেল রানা, সুমন,সোহেল মাহমুদ, মিজানুর রহমান আতাউল গনি ওসমানী, সাখাওয়াত হোসেন ও নেয়ামত উল্লাহ সবুজ, দেলোয়ার হোসেন জিল্লু, ইমাম উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।