চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং এলাকায় রবিবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় একটি ফার্নিচার ও ভাঙারি দোকানে আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোবিলাইজিং অফিসার কপিল উদ্দিন জানান, আগুন লাগার খবর পেয়ে সেখানে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।