পার্বত্য অঞ্চলে বছরের পর বছর ধরে পাহাড়িদের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনবাহিনী।

করোনার গনটিকাদান কার্যক্রম থেকে শুরু করে ঔষধ ও চিকিৎসা সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনবাহিনীর এমন মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

বান্দরবানে সেনাবাহিনীর সাতটি ফিল্ড এম্বুলেন্সসহ বান্দরবানে মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯পদাতিক ব্রিগেড।

০৫ জুলাই মঙ্গলবার সকালে বান্দরবানের রোয়াংছড়িতে ২৮০ জন নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণকালে সেনা কর্মকর্তা মেজর মোরসালিন বলেন, গত ৫ দশকেরও বেশি সময় যাবৎ রোয়াংছড়ির দূর্গম পাহাড়ি অঞ্চলে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত দুস্থ মানুষদের পাশে আছে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান রিজিয়ন ।

মেডিকেল ক্যাম্পেইন, ত্রান বিতরণ, আর্থিক অনুদান সহ সকল ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে সেনাবাহিনী।

এছাড়াও, পাহাড়ে উন্নয়ন মূলক যেকোন কর্মকান্ডে সেনাবাহিনীর অবদান অপরিসীম। ভবিষ্যতেও পাহাড়ের সুবধা বঞ্চিত এসব মানুষদের জন্যে ৬৯ পদাতিক ব্রিগেড এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।